Logo

আন্তর্জাতিক    >>   বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ, অমিত শাহর পরিদর্শনের প্রভাব

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ, অমিত শাহর পরিদর্শনের প্রভাব

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে চার ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ, অমিত শাহর পরিদর্শনের প্রভাব

যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার চার ঘণ্টার জন্য বন্ধ ছিল। আজ রবিবার সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসায় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

অমিত শাহর পরিদর্শনের জন্য গতকাল শনিবার এবং আজ রবিবার দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ ছিল। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ শাহনি চিঠি পাঠালেও যাত্রী পারাপার বন্ধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। ফলে, হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গে শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের শান্তি তখনই বিরাজ করবে যখন এই অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।”

রবিবার পেট্রাপোল স্থলবন্দরের নবনির্মিত যাত্রী টার্মিনাল ভবন এবং 'মৈত্রী দ্বার' নামে একটি কার্গো গেট উদ্বোধন করে শাহ এসব কথা বলেন। তিনি বলেন, “ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এলপিএআই) এই অঞ্চলে শান্তি স্থাপনে বড় ভূমিকা নেবে।” তিনি আরও উল্লেখ করেন, “যখন সীমান্ত দিয়ে বৈধভাবে আসা-যাওয়ার ব্যবস্থা না থাকে, তখন অবৈধভাবে মানুষ আসা-যাওয়া করে। এটি গোটা ভারতের শান্তি বিঘ্নিত করে।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “আমি বাংলার মানুষকে বলে দিতে চাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তন করে দিন, রাজ্য থেকে পুরোপুরি অনুপ্রবেশ বন্ধ করে দেবো।” তাঁর অভিমত, পশ্চিমবঙ্গের শান্তি তখনই বিরাজ করবে যখন এই অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী ও কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর পৌসুমী বসু।

অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণে রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন বেনাপোল ইমিগ্রেশনের পাসপোর্টধারী যাত্রীরা।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert